ভোলাহাটে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

86

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার বড় বঙ্গেসপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আল আমিন ওরফে লিটন ও একই উপজেলার বড়কাঞ্চনপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে শাহিন কাদির (২৫)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।