চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার বড় বঙ্গেসপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আল আমিন ওরফে লিটন ও একই উপজেলার বড়কাঞ্চনপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে শাহিন কাদির (২৫)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।