Last Updated on জুন ২০, ২০২৪ by
ভোলাহাটে পল্লীমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বর্ষপূর্তি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৮ম বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি পিআইএসটি এবং ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পিআইএসটির প্রধান প্রকল্প পরিচালক ও ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মো. নাসিম হায়দার, পিআইএসটির পরিচালক ও ডাইসিন গ্রুপের পরিচালক মোহাম্মদ রেজওয়ানুর রহমান, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের পরিচালক এম. নাজমুল ইসলামসহ অন্যরা।