Last Updated on জুন ৫, ২০২৪ by
ভোলাহাটে নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে বিশেষ সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।
সভার শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহজাদী বিশ^াসকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ।
সভায় উপস্থিত ছিলেনÑ ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।