ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

4

“মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন”, এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এমএসটিএল কর্মসূচির আওতায় সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায়সহ নানা বিষয় উঠে আসে প্রশিক্ষণে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেনÑ রাজশাহী বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন করেন ড. নূরুল ইসলাম।