ভোলাহাটে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৩

31

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-কানসাট সড়কের সোনাজোল হিরো ইটভাটার কাছে ট্রাক ও সিএনজিচালিত মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।  শনিবার সকাল পৌনে ৮ দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি মাহিন্দ্রা গাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় সোনাজোল এলাকায় কানসাট থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার যাত্রী ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে ধরমপুর গ্রামের সমসেরের ছেলে হেলাল (৩৫)কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে নাচোলে তিনি মারা যান।
আহতদের মধ্যে হোসেনভিটা গ্রামের ইসরাইলের ছেলে নজরুল (৩৭) ও একই গ্রামের মৃত বাদুরের ছেলে ইসরাইল (৬৫) ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া বীরেশ^রপুর গ্রামের রাকিবের ছেলে নাইম (২৩)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন জানান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক ও মাহিন্দ্রাটি ভোলাহাট থানা হেফাজতে নেয়া হয়েছে এবং উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।