Last Updated on নভেম্বর ১৬, ২০২৪ by
ভোলাহাটে জামায়াতের কর্মী সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে মোহবুল¬াহ কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা শামশুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী। বিশেষ অতিথি ছিলেনÑ জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ড. মিজানুর রমান।
সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. তৌহিদুর রহমান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোক্তারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।