চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন এমপি আমিনুল ইসলাম। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দেড় হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা কৃষি অফিসের সামনে বিতরণ করা হয়। বিরতণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, বিএনপি নেত্রী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা প্রমূখ।
উল্লেখ, গাছের চারা বিতরণের পূর্বে দলদলী ইউয়িনের চাত্রা বিলের পয়ঃনিষ্কাশন বন্ধ হওয়া জায়গাটি এমপি আলহাজ¦ আমিনুল হক পরিদর্শন করেন এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার আশ^াস দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের।