Last Updated on জুন ৪, ২০২৪ by
ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ
‘সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মোহা. শাহজালালসহ অন্যরা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।