শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৩, ২০২৫ by

ভোলাহাটে কাব কার্নিভাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ স্কাউটস, ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
এর উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কোরবান আলী, কাব লিডার মো. কামরুল হাসান বকুল, স্কাউটস লিডার মো. আব্দুর রাকিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গোদাগাড়ীতে কাব কার্নিভাল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোমবার দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, গোদাগাড়ী উপজেলা।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তীর নিক্ষেপ, টার্গেট হিট, ঝুড়িতে বল নিক্ষেপ, মাছ শিকার, স্কাউট আইন, নৃত্য ও রিং ছোড়া প্রতিযোগিতায় অংশ নেন। এতে উপজেলার ৩১টি বিদ্যালয়ের ১৮৬ জন শিক্ষার্থী ও ৩১ জন কাব শিক্ষক অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহসভাপতি আল মামুন, উপজেলা স্কাউটসের কমিশনার ও কাব কার্নিভালের প্রোগ্রাম চিফ আশরাফুজ্জামান মাসুম, উপজেলা স্কাউটসের সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম পরিচালক আবু সাইদসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার আমিনুল হক।
বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

About The Author

শেয়ার করুন