চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা ১৭ জনকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ।
জেলা প্রশাসক প্রথমে ফুলেল শুভেচ্ছাসহ বেশ কিছু পুষ্টিকর খাবার প্রদান করেন করোনায় সুস্থ হয়ে ওঠা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল হামিদকে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ মোট ১০ জন এবং উপজেলার বিভিন্ন এলাকার আরো ৭ জনকে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, সোমবার পর্যন্ত উপজেলায় মোট ৬০৮ জনের নমুনা সংগ্রহ করা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩১ জন করোনা পজিটিভ। রিপোর্ট পেন্ডিং ১৩ জনের। সুস্থ হয়েছেন ২৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ জন।