শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুলাই ১, ২০২৫ by

ভোলাহাটে ওয়াশ ব্লক হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত ওয়াশ ব্লক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার পোল্লাডাঙ্গা, উল্লাডাঙ্গা এবং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক হস্তান্তরের পর তা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় এই ওয়াশ ব্লকগুলো নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমির শেখ, উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, অহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আব্দুল আওয়ালসহ শিক্ষকগণ। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান আফরা করপোরেশন সম্পন্ন করে। এখন থেকে প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান ও হাত ধৌতসহ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের সুযোগ পাবে।

About The Author

শেয়ার করুন