ভোলাহাটে উপকারভোগীদের মধ্যে ভাতাবই বিতরণ

46

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের বাছাই করা হয়েছে। গতকাল রবিবার বাছাইকৃত ১১০ জন প্রতিবন্ধী, ৬৬ জন বিধবা ও ৮৩ জন বয়স্ক ভাতাভোগীর মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতাবই বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উপকারভোগীরা তাদের ভাতাবইগুলো বুঝে নেন।
ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ ইয়াজদানী জর্জ, ইউপি সদস্য ও সমাজসেবা দপ্তরের অফিসারেরা উপস্থিত থেকে ভাতাবই বিতরণ করেন।
অন্যদিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে বাছাইকৃত ১১৪ জন প্রতিবন্ধী, ৭৮ জন বিধবা ও ৬৫ জন বয়স্ক ভাতাভোগীর মাঝে রবিবার ভাতাবই বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে শারীরিক দূরত্ব মেনে উপকারভোগীরা তাদের ভাতাবই বুঝে নেন। ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সচিব মাজহারুল ইসলাম, ইউপি সদস্য ও সমাজসেবা দপ্তরের অফিসারেরা উপস্থিত থেকে ভাতাবই বিতরণ করেন।