চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এলজিএসপির অর্থায়নে গ্রামীণ রাস্তা উন্নয়নের কাজ চলছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান। এসময় তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজে লেগে পড়েন।
উপজেলা পরিষদ সংলগ্ন রবিউলের বাড়ি থেকে নাসরবাড়ি পর্যন্ত ২৩৩ ফুট আরসিসি রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এতে ৪ লাখ ২ হাজার টাকা ব্যয় হচ্ছে।
চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, এ রাস্তাটি নির্মাণ হলে একটি বিশাল বড় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তিনি বলেন, এ রাস্তাটি অল্প বৃষ্টিতেই ডুবে যেত। রাস্তাটি নির্মাণ হওয়ায় পানি আর জমবে না। ইউনিয়নের যোগাযোগের ক্ষেত্রে রাস্তা নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান।
এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য আহাসান কবির, বিশিষ্ট সমাজসেবক এরফান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।