র্যাবের সহযোগিতায় বুধবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি এলাকায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩টি ইট ভাটাকে দেড় লাখ টাকা জারিমানা করা হয়েছে। র্যাব-৫এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. সহিদার রহমানের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রে আবুল হায়াত মো. রফিক এর সমন্বয়ে বুধবার দুপুর ২টা থেকে কিবেল সোয়া ৩টা পর্যন্ত জেলার ভোলাহাট থানাধীন বড়গাছি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করার অপরাধে মেসার্স এইচ.টি.এল ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা, মেসার্স আর এন্ড বি ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০ হাজার) টাকা এবং মেসার্স টাটা ব্রিকস্ এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।