চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি গ্রুপের (সিজি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)-এর আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আদাতলা ও পীরগাছী কমিউনিটি ক্লিনিকের মোট ৩৪ জন সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ পারভেজ আহমেদ, দলদলী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ওমর ফারুক, সিএইচসিপি সালমা খাতুনসহ অন্যরা।