চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আবারো কচ্ছপের হাড় জব্দ করেছে বিজিবি। এর আগ গত বছরের ৩ জুলাই ভারত থেকে চোরাইপথে আসা ১৩৫ কেজি প্রসেসিং করা কচ্ছপের হাড় জব্দ করে বিজিবি। সেই সঙ্গে ওই সময় ৩ জন বহনকারীকে আটক করা হয়।
৫৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টায় রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল চামুসা মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় জব্দ করতে সক্ষম হয়। উদ্ধার করা কচ্ছপের হাড়ের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।