শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৯, ২০২৫ by

ভোলাহাটে আগুনে পুড়ে গেছে বাড়ি, মারা গেছে ৯টি গবাদিপশু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে একটি বাড়ি পুড়ে গেছে। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হয়েছে। তার মধ্যে ৯টি গরু মারা গেছে।
গত শনিবার রাত পৌনে ৯টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে কাওসারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে উঠে। তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভানোর জন্য ছুটে আসে।
বাড়ির মালিক কাউসার বলেন, আগুনে ১১টির মধ্যে ৯টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল আসবাব পুড়ে গেছে।
ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মোস্তফা আলী জানান, অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে। আর ২টি গরু উদ্ধার করা হয়েছে।

About The Author

শেয়ার করুন