চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার ৮ টি ইউনিয়নে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি। এদিকে ভোটগ্রহণের দিন গোটা গোমস্তাপুর উপজেলায় ছিল উৎসব মুখর পরিবেশ, ভোট কেন্দ্রের বাইরে এদিন বসেছিল গ্রামীণ মেলা। ভোট দেয়া শেষে ছোটদের আবদার পূরণে তাই খেলনা কিনেছেন অনেকে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে চৌডালা ইউনিয়নের বসনিটোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তোলা।