বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৫, ২০২৪ by

ভোটারদের ১০ লাখ ডলার উপহার দিতে আদালতের অনুমতি পেলেন মাস্ক

ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার উপহার দিতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের। গত সোমবার পেনসিলভিনিয়া অঙ্গরাজ্যের এক বিচারকের রায়ে নিজের কার্যকলাপ চালিয়ে যাওয়ার অনুমতি পেলেন টেসলা ও স্পেস এক্সের মালিক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্পের প্রচারণায় অর্থসহায়তাকারী প্রতিষ্ঠান আমেরিকা পিএসি’র আইনজীবী ও পরিচালক সবাই দাবি করেছেন, ট্রাম্পপন্থী অ্যাজেন্ডা প্রচার করার জন্য মুখপাত্র বাছাইয়ের উদ্দেশ্যে পুরস্কার দেওয়া হচ্ছিল। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার জন্য উদারহস্তে ডলার খরচ করছেন মার্কিন ধনকুবের। সেজন্য মাস তিনেক আগে প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকা পিএসি। তার আরেকটা উদ্যোগ ছিল ১০ লাখ ডলারের লটারি ঘোষণা। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাত অঙ্গরাজ্যের (সুইং স্টেট) ভোটারদের মধ্য থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন একজনকে এই অর্থ প্রদান করার আয়োজন করেন তিনি। লটারিতে অংশগ্রহণের শর্ত ছিল দুটি- নিবন্ধিত ভোটার হতে হবে এবং বাকস্বাধীনতা ও বন্দুক বহন আইনের সমর্থনে একটি পিটিশনে স্বাক্ষর করতে হবে। মাস্ক এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ ডলার উপহার হিসেবে দিয়েছেন। গত সোমবার অ্যারিজোনাতে এক বিজয়ীর হাতে চেক তুলে দেওয়ার পর ঘোষণা করা হয়, গতকাল মঙ্গলবার মিশিগানে লটারির শেষ ধাপে আর একজন বিজয়ীর হাতে ১০ লাখ ডলার তুলে দেওয়া হবে। মাস্কের এই অর্থ উপহার উদ্যোগ বন্ধের চেষ্টা করছিলেন ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রেসনার। ২৮ অক্টোবর আদালতে দায়ের করা অভিযোগে তিনি বলেছেন, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের প্রভাবিত করার জন্য এই আয়োজন করেছেন টেসলা ও স্পেস এক্সের মালিক। ওই অভিযোগের সমালোচনা করে মাস্কের আইনজীবী অ্যান্ডি টেইলর বলেছেন, পেনসিলভিনিয়ার জনগণের পিটিশনে স্বাক্ষরের অধিকারে হস্তক্ষেপ করছেন ক্রেসনার। সরকারি তথ্য মোতাবেক, রিপাবলিকানদের পক্ষে ভোটার টানতে আমেরিকা পিএসিতে এখন পর্যন্ত ১২ কোটি ডলার দিয়েছেন ইলন মাস্ক। আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রধান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সাতটি সুইং স্টেটের। ফলে মাস্কের লটারি ওভাল অফিসের নেতা নির্বাচনে যথেষ্ট প্রভাব রাখার সম্ভাবনা রয়েছে।

 

About The Author

শেয়ার করুন