শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৯, ২০২৪ by

ভেনিসে স্বর্ণসিংহ জিতলেন পেড্রো আলমোদোভার

৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। গত রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য রুম নেক্সট ডোর’ ইংরেজি ভাষার ছবি। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। সেই সিনেমা জিতে নিল ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। এ ছবিতে অভিনয় করেছেন টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর। উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল সিনেমাটি। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় আলমোদোভার বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র…তবে আত্মাটি স্প্যানিশ।’ রৌপ্যসিংহ বা সেরা পরিচালকের পুরস্কারটি পেয়েছে ব্র্যাডি করবেট। এই পুরস্কার তিনি পেয়েছেন ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স। আসরে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘দ্য কোয়াইট সন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ভিনসেন্ট লিন্ডনের হাতে। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে মৌরা ডেলপেরোর ‘ভারমিগ্লিও’। গত ২৮ আগস্ট শুরু হয়েছিল ভেনিস উৎসব।

About The Author

শেয়ার করুন