ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন। এ উপলক্ষে সোমবার জেলার সদর ও নাচোল উপজেলায় পৃথক সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো খবর।
নিজস্ব প্রতিবেদক : সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আরো ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। আগামীকাল বুধবার সারাদেশের সঙ্গে একযোগে ২ শতক করে জমির দলিলসহ এইসব ঘরের চাবি উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করবেন এবং এই উপজেলাকে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষণা করবেন।
সোমবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী এই তথ্য সাংবাদিকদের জানান।
তিনি আরো জানান, এর আগে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সদর উপজেলায় ১৩০টি, দ্বিতীয় পর্যায়ে ৫০৮টি, তৃতীয় পর্য়ায়ে ৭১টি গৃহ ক শ্রেণির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীনদের প্রদান করে পুনর্বাসন করা হয়েছে। সবমিলিয়ে ৭৮৪টি পরিবারকে গৃহ প্রদান করা হলো।
এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, এরপরও যদি কোনো ভূমিহীন ও গৃহহীন পাওয়া যায় তাহলে তাদেরকে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে। তিনি জানান, ইসলামপুরে নতুন যারা পুনর্বাসিত হচ্ছে তাদের জন্য একটি টিনশেড মসজিদ, একটি কমিউনিটি সেন্টার ও একটি রিকশা গ্যারেজের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়ন-২ প্রকল্পের অধীন বসবাসকারী পরিবারগুলোর মধ্যে যাদের স্কুল দূরে তাদের শিশুদের লেখাপড়ার বিষয়টি সরকারের নজরে দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হতে যাচ্ছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এ কথা নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী জাকির হোসেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী ২২ মার্চ নাচোল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে নাচোল উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
তিনি বলেন, নাচোল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৫০০টি, ২য় পর্যায়ে ২০০টি, ৩য় পর্যায়ে ২১৬টি এবং ৪র্থ পর্যায়ে ৮০টিসহ সর্বমোট ৯৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ পাকা ঘর, বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তা ছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তাদের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হয়েেেছ; যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে।