মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৮, ২০২৪ by

ভূমিকম্পের পর ভানুয়াতুতে চলছে উদ্ধারকাজ, ১৪ জনের মৃত্যু

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতুতে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভূমিধস ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ও সেখানে ভেঙে পড়া বাড়িঘরের নিচ থেকে বেঁচে যাওয়া মানুষকে উদ্ধারে অভিযান চলায়। খবর এএফপির। মাইকেল থম্পসন নামের একজন অধিবাসী রাজধানী পোর্ট ভিলা থেকে জানিয়েছেন, সেখানকার ভেঙে পড়া একটি তিনতলা ভবনের নিচ থেকে সাড়া দেওয়া বেশ কিছু মানুষকে উদ্ধারের জন্য রাত থেকে কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা আটকে পড়া তিনজনকে খুঁজে পেয়েছি, তবে দুর্ভাগ্যজনক হলো তারা এখনও বের হয়ে আসতে পারেননি।’ ওই এলাকাটিতে পুলিশ, চিকিৎসাকর্মী, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবীসহ প্রায় ৮০ জন লোক এক্সাভেটর, জ্যাক হ্যামার, গ্রিন্ডার ও কংক্রিট কাটার করাতসহ যার কাছে যা কিছু আছে তা নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছে। মাইকেল থম্পসন জানান, বুধবার সকালেও ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজন লোক সংকেত পাঠাচ্ছিল। তিনি বলেন, ‘তাদের ওপর টন-টন আবর্জনা রয়েছে। এর মধ্যে দুটি কংক্রিটের বিমের কারণে তারা প্যানকেকের মতো আটকে গেছে। তবে তারা ভাগ্যবান যে বেঁচে আছেন এখনও।’ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৪৭ মিনিট) ভানুয়াতুর প্রধান দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিম অব ফায়ারে অবস্থিত তিন লাখ ২০ হাজার লোক অধ্যুষিত এই দ্বীপমালার দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ভেঙে পড়ে, দেয়ালে ফাটল সৃষ্টির পাশাপাশি নিচু এলাকাগুলোতে ভূমিধসের সৃষ্টি হয়। ভানুয়াতুর দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার হাসপাতালে চারজন, ভূমিধসে ছয়জন এবং একটি ভেঙে পড়া দোকানে চারজন নিহত হয়েছে। ভূমিকম্পের পর বেশকিছু আফটার শকে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশটি। ভূমিকম্পে রাজধানী পোর্ট ভিলায় একটি চারতলা ভবনের নিচতলার ছাদ ধসে পড়েছে। এই ভবনটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কূটনৈতিক মিশনের অফিস ছিল। তবে সেখানে থাকা লোকজন নিরাপদে আছেন বলে জানা গেছে। এদিকে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় বিষয়ক অফিস বলেছে, ভূমিকম্পে এক লাখ ১৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট অনুসারে ভানুয়াতু ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে থাকা একটি দেশ।

 

About The Author

শেয়ার করুন