মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১০, ২০২৪ by

ভিসা জটিলতায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ

দেশীয় শোবিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ভারতীতের ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিণে। সিনেমায় টালিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। আসছে নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিংয়ের যেতে সিনেমার টিম। এর আগে চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব। ভিসার কারণেই সিনেমাটি করা হচ্ছে না ফারিণের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেন সিনেমাটি নির্মাণ করবেন। কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমার সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ ব্যাপারে ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না। ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছি। এই সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’ এর আগে কলকাতার ‘পাত্রী চাই’ আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে।

About The Author

শেয়ার করুন