বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৪, ২০২৪ by

ভিসা জটিলতায় দুবাই যেতে বাধা নাসুম-নাহিদের

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ধাপে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দলের ১৩ সদস্য। একদিন বাদেই হবে সিরিজ শুরু, তবে এখনো দুবাইয়ের ভিসা পাননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। সূত্রটি জানায়, ‘এখন পর্যন্ত তাদের ভিসা পাওয়া যায়নি। আজ পাওয়ার কথা আছে। পেলেই দুবাইয়ের বিমান ধরবেন।’ প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন নাসুম। এই বাঁহাতি স্পিনার বগুড়ায়, ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। দল ঘোষণার রাতেই বগুড়া থেকে ফেরেন ঢাকায়। এখন আছেন একাডেমী ভবনে। এদিকে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। লাল বলে লাল-সবুজের জার্সিতে অভিষেক হলেও এখন অপেক্ষা রঙিন জার্সির, সাদা বলে ছুটে চলার। তিনিও আছেন একাডেমী ভবনে। প্রথম দফায় গত শনিবার ৯ ক্রিকেটার দুবাইর বিমান ধরেন। গত রোববার যান আরও চার ক্রিকেটার। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের এই সিরিজটি হবে।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

About The Author

শেয়ার করুন