Last Updated on সেপ্টেম্বর ২৩, ২০২৪ by
ভিয়ারিয়ালকে উড়িয়ে বার্সার জয়
রবার্ট লিওয়ানদোস্কি ও রাফিনহার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা। কিন্তু ম্যাচ শেষে গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের হাঁটুর ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে কাতাল জায়ান্টরা। টেবিলের চতুর্থ স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এ্যাথলেটিকোর হয়ে লিগে দ্বিতীয় গোল করেছেন কনর গালাহার। এনিয়ে ছয় ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। বিরতির ঠিক আগে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন টার স্টেগান। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পুরো মৌসুম হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘আমি মনে করি ইনজুরির মাত্রা বেশ গুরুতর। সে যখন মাঠে পড়ে গেছে তখন অনেকেই সেটা বুঝতে পেরেছে।’ লিওয়ানদোস্কি বার্সেলোনার জার্সিতে প্রথম দুটি গোল করেছেন। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুযোগ নষ্ট করে হ্যাটট্রিক করতে পারেননি। ভিয়ারিয়ালের এস্তাদিও ডি লা সেরামিকায় ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। বিরতির ঠিক আগে আয়োজে পেরেজ স্বাগতিকদের হয়ে এক গোল পরিশোধ করেছেন। এর আগে অপরাজিত থাকা ভিয়ারিয়ালের দুটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে পাবলো টোরের পর রাফিনহার দুই গোলে বার্সেলোনার বড় জয় নিশ্চিত হয়। গত শনিবার এস্পানেয়লকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়ে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদকে চার পয়েন্টে পিছনে ফেলেছে বার্সা।