বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৬, ২০২৪ by

ভিডিও কলে হ্যারিসকে বারাক ও মিশেল ওবামার সমর্থন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করেছেন।  শুক্রবার প্রায় এক মিনিটের দীর্ঘ ভিডিও কলে তাকে সমর্থনের কথা জানান এই দম্পতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভিডিও কলে ওবামাকে হ্যারিসকে বলেন, ‘আমি ও মিশেল এই নির্বাচনে আপনাকে জয়ী হতে ও অভাল অফিসে যেতে সম্ভব সব কিছুই করবো।’আর সাইবেক ফার্স্ট লেডি মিশেল বলেন, ‘এই নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে।’ এসময় হ্যারিস এই দম্পতিকে ধন্যবাদ জানান ও তাদের দীর্ঘ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর পরই এক যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেন, তারা বিশ্বাস করেন হ্যারিসের দৃষ্টি, চরিত্র এবং শক্তি রয়েছে। সংকটময় মুহূর্ত তাকেই দাবি করে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময়ে এক বিবৃতিতে, বাইডেনের প্রস্থানের প্রশংসা করেছিলেন ওবামা। কিন্তু হ্যারিসকে সমর্থন করা থেকে বিরত ছিলেন।অবশেষে গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে হ্যারিস মনোনীত হলে তার পক্ষে এই দম্পতি প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।

About The Author

শেয়ার করুন