শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১৯, ২০২৫ by

ভাষাসৈনিকদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার দাবি

মুক্তিযোদ্ধাদের মতো ভাষাসৈনিকদেরও আর্থিক সম্মানি ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার জোট। পাশাপাশি ভাষাসৈনিকদের মধ্যে যাঁরা বেঁচে আছেন এবং যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মাননাসহ পূর্ণ মর্যাদা দেওয়ার জোর দাবি সংগঠনটির।
‘সকল ভাষাসৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এইসব বক্তব্য উঠে আসে।
মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিকের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম মহাসচিব মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর, বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলামসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যাঁরা অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মর্যাদা দেওয়া হয়নি। যাঁদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সেই সকল ভাষাসৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন, বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপস করে নাই।
মানববন্ধনে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন।

About The Author

শেয়ার করুন