আওরঙ্গজেব কারন
আমি আনন্দিত, গৌরবান্বিত যে,
আমি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অঙ্গসংগঠন
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের দেখা পেয়েছি
দেখেছি জেগে থেকে অনেক অনেক স্বপ্ন
আর এঁকেছি কল্পনায় অনেক কবি
স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য মাঠে নেমে পড়লাম
১, ২, ৩ করতে করতে ১১টি বছর পার করলাম
আমাকে
হাসতে শিখিয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
কান্না শিখিয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
স্বপ্ন দেখিয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
কথা বলা শিখিয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
মানুষকে ভালোবাসতে শিখিয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
যদি সঠিক পথে চলো
তোমার জীবন হবে আলো
থাকবে না কোনো হাহাকার
ক্ষণিকের বাধা পেরিয়ে তুমি
গড়ে তুলবে স্বর্ণ পাহাড়
হাজার হাজার যুগ বেঁচে থাক
আমার প্রাণের প্রতিষ্ঠান
পৃথিবীতে যত দিন বাঁচব আমি
আমার তরফ থেকে রয়ে যাবে
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
তোমাকে হাজার হাজার সালাম
আমার জন্য তোমরা দোয়া রেখ সর্বদায়
একদিন পৌঁছে যাবো আমি কাক্সিক্ষত সীমানায়