শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ৯, ২০২৪ by

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

ভারী বৃষ্টি ও বন্যায় চীনে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। জুলাইয়ে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগে ১১০ কোটি ডলারে আর্থিক ক্ষতি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শুক্রবার চীনা জরুরী ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, জুলাইয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হওয়া অরর্থের ৮৮ শতাংশই হয়েছে ভারী বৃষ্টি ও বন্যার কারণে। এর আগে, ২০২১ সালের জুলাইয়ে বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগে ৩২৮ জন নিহত বা নিখোঁজ রয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ। চীনের বাণিজ্যিক শস্য উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে অন্যতম হেনান প্রদেশ। সেখানে ১১ লাখ ৩০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জুলাইয়ে সিচুয়ান অববাহিকায়, ইয়েলো ও হুয়াই নদী তীরবর্তী অঞ্চল এবং চীনের উত্তরাঞ্চলীয় এলাকায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এছাড়া, টাইফুন ‘গায়েমি’র আঘাতে বিপর্যস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশ। এদিকে, বজ্রপাত, ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে ইনার মঙ্গোলিয়া ও জিনজিয়াং প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।

 

About The Author

শেয়ার করুন