অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরেছে ভারত। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে।
ব্রিসবেনে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া আর ব্যাট করতে নামতে পারেনি। ফলে বৃষ্টি আইনে ভারতের সামনে ১৭ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৪ রান।
১৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ রান করে ফিরে যান রোহিত শর্মা। এর দ্রুত ফিরে যান লোকেশ রাহুল ও বিরাট কোহলি ও শেখর ধাওয়ান। ৪২ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৬ রান করেন ধাওয়ান। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।