বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২, ২০২৪ by

ভারতে হিট স্ট্রোকে ৩৩ ভোটগ্রহণ কর্মীর মৃত্যু

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন দেশটির এক রাজ্যেই হিট স্ট্রোকে অন্তত ৩৩ জন ভোটগ্রহণ কর্মীর মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ভারতের উত্তরাঞ্চলের উত্তর প্রদেশের প্রধান নির্বাচনি কর্মকর্তা নবদীপ রেনওয়া বলেন, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপের ভোটগ্রহণ হয়েছে। সেদিন ভোটগহণের সময় হিট স্ট্রোকে কর্মরত ৩৩ জন মারা গেছেন। নিহতের মধ্যে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীও রয়েছেন। গতকাল রোববার সাংবাদিকদের রেনওয়া বলেন, নিহতদের প্রতি পরিবারকে ১৫ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে তীব্র তাপপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড করা হয়েছে। তবে এক দিনে এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শনিবার ঝাঁসি শহরের তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার উত্তর প্রদেশের বালিয়া জেলায় তাপমাত্রা বেড়ে ৬১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সারা দেশে তাপের প্রভাবে ৫৮ জন মারা গেছেন। এ ছাড়া বিহার, ওড়িশা ও মধ্য প্রদেশ থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদপত্রটি আরো বলেছে, শনিবার বিহারে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার তাপের কারণে ওড়িশায় কমপক্ষে ৯ জন মারা গেছে। এ নিয়ে দুই দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

About The Author

শেয়ার করুন