Last Updated on সেপ্টেম্বর ৩০, ২০২৪ by
ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে কর্তৃক মহানবী হজরত মুহাম্মাদ (সা.)কে কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকালে জেলাশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদরাসাটির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে মাদরাসার সামনে পথসভায় বক্তব্য দেন মাদরাসাটির অধ্যক্ষ ড. মো. এমরান হোসেন, উপাধ্যক্ষ আবু সালে মো. জিয়াউল হক, মাদরাসার মোফাস্সির আব্দুল মাতিনসহ অন্য শিক্ষকগণ।