Last Updated on জুন ২৮, ২০২৪ by
ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩
ভারতের কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবোঝাই একটি মিনিবাস ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে কর্ণাটক রাজ্যের পুনে-ব্যাঙ্গালোর মহাসড়কে গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিবাসটিতে ১৭ জন যাত্রী ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র : এনডিটিভি