শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৮, ২০২৪ by

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

ভারতের কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবোঝাই একটি মিনিবাস ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে কর্ণাটক রাজ্যের পুনে-ব্যাঙ্গালোর মহাসড়কে গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিবাসটিতে ১৭ জন যাত্রী ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র : এনডিটিভি

About The Author

শেয়ার করুন