ভারতের বিপক্ষেও মারকুটে বেয়ারস্টো

6

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে ভয়ংকর রূপ ধারণ করেছিলেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। দুর্দান্ত ফর্মটাকে বেয়ারস্টো টেনে আনলেন ভারতের বিপক্ষে টেস্টেও। দল চাপে থাকলেও ভারতীয় বোলারদোর ওপর চড়াও হয়েছেন তিনি। ভারতের ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বেয়ারস্টো। দলীয় ১৪৯ রানে স্টোকস বিদায় নেন ব্যক্তিগত ২৫ রানে। এরপর স্যাম বিলিংসের সঙ্গে এরইমধ্যে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়ে ফেলেছেন বেয়ারস্টো। এই জুটিতে বিলিংসের অবদান মাত্র ৭। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২০০ রান। বেয়ারস্টো ১১৩ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৯১ রানে অপরাজিত। বৃষ্টি হানা না দিলে লাঞ্চের আগেই হয়তো শতক পূরণ করে ফেলতেন এই মারকুটে ব্যাটার। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো ২১৬ রানে পিছিয়ে আছে ইংলিশরা, হাতে আছে ৪ উইকেট।