Last Updated on অক্টোবর ২৩, ২০২৪ by
ভারতের ফিল্ম বাজারে বাংলাদেশের দুই সিনেমা
ভারতের ফিল্ম বাজারে জায়গা পেল বাংলাদেশের দুই ছবি। এর একটি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অন্যটি তালাত আহমেদের ‘ডিভাইন কর্ডস’। প্রতি বছর এই মার্কেটের মাধ্যমে অনেক সিনেমাই আন্তর্জাতিক সহ-প্রযোজক ও শৈল্পিক সহযোগী খুঁজে পায়। আন্তর্জাতিক পরিবেশক ও বিভিন্ন উৎসবের প্রোগ্রামারদেরও নজর থাকে এই বাজারে আসা সিনেমা প্রকল্পগুলোর ওপর। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের কাছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ফিল্ম বাজার দারুণ পরিচিত। এবার বিশ্বের ২৩টি দেশ থেকে ১৮০টি ফিচার ফিল্মের চিত্রনাট্য জমা পড়েছিল। সেখান থেকে সাতটি দেশের ২১টি সিনেমা নির্বাচিত হয়েছে। তালিকায় আছে বাংলাদেশের দুটি সিনেমাও। এর একটি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অন্যটি তালাত আহমেদের ‘ডিভাইন কর্ডস’। ‘রইদ’-এর গল্পে দেখা যাবে একজন একাকী পুরুষ পাগল এক নারীকে বিয়ে করে। এরপর থেকেই ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা। এর আগে ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছিলেন জয়া আহসান। নির্মাণে দেরি হওয়ায় অনুদানের অর্থ ফিরিয়েও দেন। গত সপ্তাহেই জানা গেল, সুমন ছবিটি নির্মাণ করছেন নাজিফা তুষি ও মোস্তাফিজ নূর ইমরানকে নিয়ে। ‘ডিভাইন কর্ডস’-এর গল্প একজন মেকানিক ও একজন দাসীর জীবনের নানা মুহূর্ত নিয়ে। ফিল্ম বাজারের উদ্যোক্তা ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এনএফডিসি। এখানে সেরা তিনটি প্রকল্প পায় নগদ ২০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ২৫ লাখ টাকা। সম্প্রতি ফিল্ম বাজার নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বিশ্বের সাতটি দেশের ২১ সিনেমা নির্বাচিত হয়েছে। ভারতের বিখ্যাত ‘বাহুবলী’ সিনেমার প্রযোজকের একটি প্রকল্পের চিত্রনাট্য বাছাই হয়েছে এবার। সেইসঙ্গে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছে ‘রইদ’ ও ‘ডিভাইন কর্ডস’। ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া অনুষ্ঠিত হবে ২০-২৮ নভেম্বর। তারই অংশ হিসেবে গোয়া ম্যারিয়ট রিসোর্টে আগামী ২০ নভেম্বর বসবে ফিল্ম বাজার মার্কেটের ১৮তম আসর। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার বাজারটির জন্য ভারত, বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি এবং হংকংয়ের মোট ২৯টি প্রকল্পকে বাছাই করা হয়েছে। যার মধ্যে ২১টি ফিচার ফিল্ম এবং ৮টি রয়েছে স্ট্রিমিং সিরিজ।