বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২৯, ২০২৪ by

ভারতের গুজরাটে বন্যায় ২৮ জনের প্রাণহানি

ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনের মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে গতকাল বৃহস্পতিবারও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে, এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ ও সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২০ জনেরও বেশি প্রাণ হারান।

About The Author

শেয়ার করুন