শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২০, ২০২৫ by

ভক্তদের সুখবর দিলেন স্বাগতা


ভক্তদের সুখবর দিলেন জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন এই অভিনেত্রী-সংগীতশিল্পী। সামাজিকমাধ্যমে বিবাহবার্ষিকীর যেসব ছবি প্রকাশ্যে এসেছে, সেসবেও স্বাগতার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। গত জানুয়ারিতে জিনাত সানু স্বাগতা ও হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখনই রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা যায় যে, অন্তসত্বা স্বাগতা। গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তাঁর স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

 

About The Author

শেয়ার করুন