শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৯, ২০২৫ by

আক্রান্ত ব্লাড ক্যান্সারে হরিমোহনের সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সিয়াম আহমেদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা। যে টাকা জোগাড় করা সম্ভব নয়, তার হতভাগা মা-বাবার পক্ষে।
তাই বাধ্য হয়ে পরিবারটি সন্তানকে বাঁচানোর স্বার্থে চিকিৎসার জন্য সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
সিয়াম আহমেদ (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের বটতলাহাট মাঝপাড়া মহল্লার বাসিন্দা সাংবাদিক এনামুল হক নাসিমের ছোট ছেলে।
জানা গেছে, এনামুল হক নাসিমের দুই সন্তানের মধ্যে বড়টি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আর ছোট সিয়াম হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে মর্নিং শিফটের শিক্ষার্থী।
পরিবার জানিয়েছে, গত ৭ এপ্রিল দাঁতের সমস্যায় ডাক্তারের মাধ্যমে দাঁত উঠানোর পর রক্তপড়া বন্ধ না হওয়ায় গত ১০ এপ্রিল রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞার স্মরণাপন্ন হন তারা। চিকিৎসক রক্ত পরীক্ষা করে জানান, সিয়াম এপিএমএল নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এরপর সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকায় রক্ত পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ এপ্রিল এপিএমএল নামের ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হন তারা। আর সিয়ামের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রস্তুত রাখারও পরামর্শ দেন চিকিৎসকরা।
সিয়ামের চিকিৎসায় প্রায় পনের লাখ টাকার প্রয়োজন বলেও জানানো হয়। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছে তার পরিবার।
সিয়ামকে সাহায্য পাঠানো যাবে এই ব্যাংক হিসাবে— মো. এনামুল হক নাসিম, হিসাব নং- ০০৬১১২১০০০০২৬৪৩, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ। অথবা বিকাশ ও নগদ (পারসোনাল) ০১৭৬৭-৪০৮৪৮৫ এই নম্বরে।

About The Author

শেয়ার করুন