শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৫ by

ব্র্যাড পিটের প্রেমে মজেছেন দীপিকা!

সাধারণ মানুষ ছাড়াও বিশ্বের নানা প্রান্তের তারকাদের হৃদয়েও যে জায়গা করে আছেন হলিউড তারকা ব্র্যাড পিট, সেটার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভক্তদের চমকে দিয়ে ব্র্যাড পিট-এর উদ্দেশ্যে এক আবেগঘন পোস্ট দিয়েছেন দীপিকা। এক ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লেখেন, “ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।” আর তাতে স্পষ্ট, একরকম যেন ব্র্যাড পিটের প্রেমেই পড়েছেন দীপিকা!

এও স্পষ্ট, হলিউডের এই তারকাদের অগণিত অনুরাগীদের একজনও এই অভিনেত্রী। তবে, দীপিকার এই উচ্ছ্বাসের পেছনে রয়েছে ব্র্যাড পিটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ১’। গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে দেখে ফেলেছেন দীপিকা, এমনটাই ধরে নেওয়া যাচ্ছে তার প্রতিক্রিয়া দেখে। ‘টপ গান: মাভেরিক’ খ্যাত পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত এই ছবিতে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হায়েস চরিত্রে-একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার হিসেবে।

দীর্ঘ সময় পর কোনও স্পোর্টস ড্রামায় এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরেছেন তিনি, আর তাতেই মুগ্ধ হয়েছেন দীপিকা। ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় লন্ডনে, যেখানে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ হলিউডের বহু নামজাদা তারকা। সবাই মিলে প্রশংসা করেছেন ব্র্যাড পিটের এই শক্তিশালী ফিরে আসার। দীপিকার মতো বহু দর্শকের কাছেই ছবিটি হয়ে উঠেছে বিশেষ এক অভিজ্ঞতা।

About The Author

শেয়ার করুন