শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৬, ২০২৫ by

ব্রিজটাউন টেস্টের প্রথম দিনই ১৪ উইকেটের পতন

বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে রাজ করলেন পেস বোলাররা। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মিলিয়ে একদিনেই উইকেট পড়েছে ১৪টি। দুই পেসার জেডেন সিলস আর শামার জোসেফের তোপে ১৮০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১২৩ রানে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয় দুই পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২২ রানে হারিয়ে বসে ৩ উইকেট। চতুর্থ উইকেটে উসমান খাজা আর ট্রাভিস হেড কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তারা যোগ করেন ৮৯ রান। ৪৭ রান করে সাজঘরে ফেরা খাজা অবশ্য দুইবার জীবন পেয়েছিলেন। ব্যক্তিগত ৬ এবং ৪৫ রানে জীবন পেয়েও হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি এই ওপেনার। খাজার প্রতিরোধ ভাঙার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫৯ করার পরও শেষ ৭ উইকেট মাত্র ৬৯ রান তুলতেই হারিয়েছে সফরকারী দল। প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রানের টি-টোয়েন্টি ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার ১৮০ রান আগে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ। ত্রিনিদাতে ১৯৯৫ সালের পর এত কম রানে কখনও আউট হয়নি অসিরা। তবে হতাশার ব্যাটিংয়ের দিনেও অস্ট্রেলিয়াকে আশা দেখিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নেমেছিলেন। ৪ রানেই তাকে থামিয়ে দেন মিচেল স্টার্ক। আরেক ওপেনার জন ক্যাম্পবেলকেও ৭ রানের বেশি এগোতে দেননি এই পেসার। ১৬ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। তারপর কিয়েসি কার্টি আর জন ক্যাম্পবেল কিছুটা প্রতিরোধ গড়েছেন। দিনের শেষভাগে এসে কার্টি ২০ রানে প্যাট কামিন্সের শিকার হলে নাইটওয়াচম্যান হিসেবে জোমেল ওয়ারিকেনকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়ারিকেন ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান। ব্রেন্ডন কিং ২৩ আর রস্টন চেজ ১ রানে অপরাজিত আছেন।

About The Author

শেয়ার করুন