শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৭, ২০২৫ by

ব্রিজটাউনে থামছেনা উইকেট বৃষ্টি

ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে ১৪ উইকেটের পতন ঘটেছিল। দ্বিতীয় দিনেও থামেনি উইকেট বৃষ্টি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ১০ উইকেটের পতন ঘটেছে। ৪ উইকেট হারিয়ে ৯২ রান তুলে প্রথম দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে অলআউট হয় ১৯০ রানে। এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৮২ রানে। ট্র্যাভিস হেড ১৩ ও বিউ ওয়েবস্টার ১৯ রানে অপরাজিত আছেন। তারা দুজন তৃতীয় দিন আবার ব্যাট করতে নামবেন। এছাড়া স্যাম কনস্টাস ৫, উসমান খাজা ১৫, ক্যামেরন গ্রিন ১৫ ও জশ ইংলিস ১২ রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার চারটি উইকেট ভাগাভাগি করে নেন জেইডেন সিলস, শামার যোসেফ, আলজারি যোসেফ ও জাস্টিন গ্রেভেস। তার আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কেউ ফিফটির দেখা পায়নি। শেই হোপ ৫ চারে সর্বোচ্চ ৪৮ রান করেন। অধিনায়ক রোস্টন চেজ ১টি চার ও ১ ছক্কায় করেন ৪৪ রান। এছাড়া ব্রান্ডন কিং ২৬, আলজারি ২৩ ও কেসি কার্টি ২০ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও ওয়েবস্টার নেন ২টি করে উইকেট।

About The Author

শেয়ার করুন