Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by
ব্রাজিলে বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষে। স্থানীয় সময় গত রোববার দেশটির আলাগোয়াস রাজ্যের দুর্গম পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়। খবর এএফপির। জানা গেছে, বাসটি ৪০ জনের মতো যাত্রী নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাতে বাসটি দুর্গম পাহাড়ি রাস্তা থেকে প্রায় ২০ মিটার (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায়। এতে বহু লোক হতাহত হয়।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসও লুলা দ্য সিলভা তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বলেছেন, তার সরকার হতাহতদের চিকিৎসা ও সহায়তার জন্য রাজ্য সরকারকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এ ছাড়া হতাহতদের পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো ডানটাস তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধায় রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।