সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কলমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বাবুল সন্দার (৩২) ও মিন্টু প্রধান (২৮)। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নিন্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেন, ‘গ্রেফতাররা ব্যাংক ডাকাতি ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু ব্যাংক ডাকাতিই তাদের উদ্দেশ্য ছিল না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’ হত্যা ও ব্যাংক ডাকাতির কাজে তারা যে বোমা ব্যবহার করেছে তা এর আগে কোন দুর্বৃত্ত ব্যবহার করেনি বলে দাবি করেন তিনি। মাহফুজুল হক বলেন, ‘গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহƒত গ্রেনেড তৈরির সরঞ্জাম, বোমা তৈরির কাজে ব্যবহ্ত একটি মেশিন, বোমা তৈরির সরঞ্জামাদি, গান পাউডার, বোমা তৈরির সরঞ্জামাদি মাপার জন্য একটি ওমেগা ওয়েট মেশিন, স্পিন্টার, ৪টি চাপাতি, ৮টি ড্যাগার, পিস্তলের ম্যাগজিন একটি, দুটি মোটর সাইকেল, জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।’ ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, ‘ওই ঘটনায় এর আগে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ব্যাংক থেকে লুণ্ঠিত হওয়া ৬ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকার মধ্যে ৬ লাখ ৭ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়।’ উল্লেখ্য, ২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ নিহত হন ৮ জন।