অভিনেত্রী টয়া টেলিছবি, একাধিক খ- নাটক ও ধারাবাহিকের কাজ নিয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন নির্মাতা নাহিদ বাবুর ‘ভুলতে না তোমায়’ শিরোনামের একটি টেলিছবির কাজ। এই টেলিছবিতে অভিনেতা আজাদ আবুল কালাম পাভেলের সঙ্গে টয়া জুটি বেঁধেছেন। এখানে মেঘলা চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পে দেখা যাবে, মেঘলা একজন পতিতা। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বলে জানান টয়া। তিনি বলেন, আমাদের সমাজের পতিতাদের প্রেক্ষাপটে টেলিছবিটি নির্মিত হয়েছে। তাদের সামাজিক ও পারিবারিক অবস্থা কেমন সেটি এই টেলিছবিতে দেখা যাবে। টেলিছবির বাইরে বেশ কিছু খ- নাটকের কাজও টয়ার হাতে রয়েছে। এই মাসেই এ নাটকগুলোর কাজ শেষ করবেন বলে জানান তিনি। এদিকে আরটিভিতে তার অভিনিত ‘নোয়াশাল’ ও বাংলাভিশনে ‘ছন্নছাড়া’ শিরোনামের দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। প্রতিটি খ- নাটক-টেলিছবি ও ধারাবাহিকে এই অভিনেত্রী নতুন নতুন চরিত্রে নিজকে উপস্থাপন করছেন। টিভি নাটকের বাইরে ইউটিউবের জন্যও কয়েকটি নাটকের কাজ করবেন এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকের পাশাপাশি দর্শক অন্তর্জাল দুনিয়ায় নাটক দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এই প্রসঙ্গে টয়া বলেন, সময়ের সঙ্গে সব কিছুতে পরিবর্তন এসেছে। দর্শক তাদের পছন্দের সময়ানুযায়ী ইউটিউিবে কিংবা অনলাইনে নাটক দেখছে। প্রতিদিনই ইউটিউবে দর্শকের সংখ্যা বাড়ছে বলে আমি মনে করি। এই সময়ের নাটকের পরিবর্তন সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি মনে করেন নতুন নির্মাতাদের কাজের সুযোগ দিতে হবে। নতুনদের অনেকে এক্সপেরি-মেন্টাল কাজ করছেন। আবার কেউ কেউ ভালো কাজের পাশাপাশি মানহীন কাজ ইউটিউবে প্রচার করছে বলেও জানান তিনি।