সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২, ২০২৫ by

ব্যস্ত বছর পার করবে বাংলাদেশ ফুটবল দল

চোখের পলকেই যেন কেটে গেল ২০২৪ সাল। ২০২৫ সাল বাংলাদেশের ফুটবলের জন্য বেশ ব্যস্ততার বছর। নারী ও পুরুষ উভয় বিভাগে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। পুরুষ ফুটবলে এই বছর হওয়ার কথা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপও। নতুন বছরে প্রথম আন্তর্জাতিক সূচি নারী ফুটবলে। ১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশ এই সময়ের মধ্যে খেলতে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এখনো কোনো সম্মতি পাওয়া যায়নি। প্রয়োজনে অন্য দেশকেও আমন্ত্রণ জানাতে পারে। মার্চে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় আকর্ষণ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ। ২৫ মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। ঐ ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশে অভিষেক হওয়ার কথা। তাই ঐ ম্যাচের দিকে তাকিয়ে শুধু ফুটবল নয় গোটা ক্রীড়াঙ্গনই। ২০২৫ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি হোম বাকি দু’টি অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগও রয়েছে। পুরুষদের মতো নারী ফুটবলেও রয়েছে এশিয়ান কাপ বাছাই। ২৩ জুন-৫ জুলাই এই বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেই বাছাইয়ের আগে ফেব্রুয়ারি,মার্চ ও মে উইন্ডোতে বাংলাদেশ ৪-৫ টি ম্যাচ খেলতে চায়। সিনিয়র দলের পাশাপাশি নারী ও পুরুষ জুনিয়র পর্যায়ে সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট রয়েছে।

About The Author

শেয়ার করুন