রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৮, ২০২৫ by

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ওয়েবসাইট চালু করছে এনবিআর

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৫ ফেব্রুয়ারি এনবিআর এই ওয়েবসাইটের উদ্বোধন করবে।
ইমপোর্ট-এক্সপোর্ট হাব নামে ওয়েবসাইটে গিয়ে পণ্যের এইচএস কোড দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাবে। এছাড়া কমপ্লায়েন্স, রেগুলেটরি, কর অব্যাহতি সুবিধা, কী পরিমাণ কর দিতে হবে সব তথ্যই পাওয়া যাবে। পণ্য খালাস করতে যেসব কাগজপত্র প্রয়োজন সেসব তথ্যও জানা যাবে।
প্রকল্পটিতে অর্থায়ন করেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (কাস্টমস : নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আমদানি-রপ্তানি করতে গিয়ে ব্যবসায়ীরা অনেক ধরনের ভোগান্তিতে পড়েন। আমদানি করা পণ্য খালাস করতে গিয়েও তারা নানান ঝামেলায় পড়েন। একইভাবে রপ্তানি করতে গেলে নানান সমস্যায় পড়েন। তিনি বলেন, ইমপোর্ট-এক্সপোর্ট হাবের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন ব্যবসায়ীরা। শুধু এইচএস কোড দিয়ে সার্চ দিলেই যাবতীয় বিষয় জানা যাবে। পণ্যের শুল্ক-কর সম্পর্কে জানা যাবে। এর ফলে পণ্য খালাসের সময় ব্যবসায়ীদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। দরকারি সব কাগজপত্র আগে থেকেই তারা তৈরি করে রাখতে পারবেন।
এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোন পণ্য কীভাবে আমদানি করলে কতটুকু কর অব্যাহতি পাওয়া যাবে, কোন পণ্য আমদানিতে কর অব্যাহতি নেই— এমন সব তথ্যই ব্যবসায়ীরা এই হাবের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসছে এনবিআরের কাস্টমস বিভাগ। বন্দর থেকে ওয়্যারহাউজ পর্যন্ত পণ্য চালান পৌঁছানোর পথে মালবাহী গাড়িকে ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে। কাস্টমস কর্মকর্তা ও আমদানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনিটরিং করতে পারবেন।
এনবিআর আরো জানিয়েছে, ৩১ জানুয়ারির পর থেকে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে সাতটি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ওই তারিখের পর কোনো ধরনের ম্যানুয়াল সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট গ্রহণ করা হবে না।

About The Author

শেয়ার করুন