বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২১, ২০২৪ by

ব্যতিক্রমী চরিত্রে তানজিন তিশা

ঈদ এলে যেমন কাজের সংখ্যা বাড়ে তেমনি মানহীন কাজের পুরোনো অভিযোগ মাথাচাড়া দিয়ে ওঠে। নানা মাধ্যমে এমন কাজের ভিড়ে ভালো কাজগুলো আড়ালে পড়ে যায়। তারপর ইদানীং জনপ্রিয় তারকা চেষ্টা করেন নিজের অবস্থানের কথা মাথা রেখে মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার। বিশেষ করে ওটিটি আসায় তাদের এই চর্চা বেড়েছে। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও একই পথে হাঁটছেন বেশ কিছুদিন ধরে। নানা কাজেও ভিন্নভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। এবারেও ঈদে তার একাধিক নাটক ওয়েব সিরিজে সেই ছাপ রাখতে যাচ্ছেন তিনি। গতকাল শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয় তিশা অভিনীত টেলিফিল্ম ‘নরসুন্দরী’। নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর এবং পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতদিন দর্শকরা পুরুষ শিল্পীকে নরসুন্দরের ভূমিকায় দেখলেও এবার বিপরীত চিত্র নিয়ে হাজির হচ্ছেন তিশা। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকটির গল্পে দেখা যাবে, বহ্নিকে, যে জীবনযুদ্ধে হার না মানা এক মেয়ে। তবে নিজের জীবন ও শরীর বাঁচানোর লড়াইয়ে সে একা। সে থানা সদর বাজারের একমাত্র নরসুন্দরী জীবন বাস্তবতায়। প্রতিদিন একটা পুরোনো সাইকেল চালিয়ে দোকানে যায় বহ্নি। সাইকেলে কার যেন ঘ্রাণ খুঁজে ফেরে সে। যদিও পুরুষের চুল-দাড়ি কাটতে গিয়ে তার বিপত্তির শেষ নেই। প্রথমদিকে অনেকেই বহ্নির কাছে কিন্তু চুল-দাড়ি কাটাতে রাজি হতো না। তবে দিনে দিনে সবাই অভ্যস্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘দেখুন, দীর্ঘদিন ধরেই কিন্তু আমার এই চেষ্টাটা ছিল। নিজেকে ভাঙতে কে না চায়। কিন্তু চাইলেই তো সবসময় নিজের মনের মতো কিছু করা যায় না। তবে এখন সুযোগ অনেক বেড়েছে। আশা করছি নরসুন্দরীর মতো আমার প্রতিটি কাজই মুগ্ধতা ছাড়াবে।’

About The Author

শেয়ার করুন