Last Updated on সেপ্টেম্বর ৯, ২০২৪ by
‘বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ’ বিভিন্ন দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ
চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষণপূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো তৈরির দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার ‘বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ’র উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতকরা ৯৭ ভাগ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। সারাদেশের এই বিরাট সংখ্যক শিক্ষক আজ অবহেলিত। মাধ্যমিক পর্যায়ে এসব শিক্ষকেরা প্রবেশন পর্যায়ে ১২,৫০০ টাকা বেতন, ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা, সেই সাথে আবার ১০% কর্তন করা হয় যা বর্তমান বাস্তবতায় কোনোভাবেই কাম্য নয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কখনোই সম্ভব নয়। আবার আমাদেরকেই অভিভাবক হিসেবে প্রদান করতে হয় অতিরিক্ত টিউশন ফি, যা আরো বেশি কষ্টকর।
স্মারকলিপিতে আরো বলা হয়, জাতীয়করণ হলে শুধু শিক্ষক হিসেবেই নয়, অভিভাবক হিসেবেও আমরা এবং সকল অভিভাবকও উপকৃত হবে ইনশাআল্লাহ। শিক্ষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মানসিকভাবে সবসময় দুশ্চিন্তায় থাকেন। ফলে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও শিক্ষক হিসেবে সৃজনশীলতার বহিঃপ্রকাশ বাধাগ্রস্ত হয়। এর ফলে আমাদের শিক্ষা, শিক্ষার্থী ও সর্বোপরি পুরো জাতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শিক্ষায় সৃজনশীলতা বৃদ্ধি, পাঠদান সমৃদ্ধ করা, শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষে শিক্ষকদের সকল বৈষম্য দূর করে মানসিক শান্তি ও সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি করতে এবং সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিকে শিক্ষকতা পেশায় যোগদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমরা তরুণ শিক্ষক সমাজ মনেপ্রাণে বিশ্বাস করি। তাই কয়েক লাখ অসহায় শিক্ষকের মানসিক ও সামাজিক দুরাবস্থার কথা চিন্তা করে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন- ‘বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ’র জেলা সমন্বয়ক ও বালিয়াভাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এ.টি.এম. ফরহাদ রেজা, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, খোলশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মেহেদীসহ অন্যরা।