Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে ‘আওয়ামী দোসরদের বিচার ও পরাজিত শক্তির গুপ্ত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে কোর্ট ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
পরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, রাশেল আহমেদ ও বাইজিদ ইসলাম জীবন। এসময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে রাস্তার ওপর অবস্থান নেন তারা এবং তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের গুম ও খুনের আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরো কঠিন আন্দোলন ও কর্মসূচির কথা বলেন তারা।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী মোহা. সোলায়মান বিশু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের শান্ত করেন।