বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচি পালন করেছেন স্কাউট সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে পথচারীসহ সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, পরিবেশ দূষণ রোধ, পাবলিক প্লেস পরিছন্ন রাখতে আহ্বান জানান স্কাউট সদস্যরা।
স্কাউট সদস্যদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করেনÑ বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদসহ অন্যরা।
এসময় স্কাউট সদস্যরা বলেন, এ পৃথিবী রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বৈশি^ক উষ্ণতা রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে, আমরা আমাদের বাসগৃহ, স্কুল-কলেজ, কর্মস্থলে যদি বিদ্যুৎ ব্যবহারে একটু মিতব্যায়ী ও সচেতন হই তাহলে বিদ্যুতের খরচ কমবে, অন্যদিকে দেশ উপকৃত হবে, রক্ষা পাবে পরিবেশ। এটা গোটা পৃথিবীর জন্যই হবে মঙ্গলময়।

About The Author

শেয়ার করুন